খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার অধিকাংশ নদী ও খালের অস্তিত্ব সংকটে পড়েছে। কচুরিপানা জমে থাকায় এবং দখল দূষণে খালগুলো পানি প্রবাহে স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছে। এতে করে দিন দিন খালগুলোর নাব্যতা কমে যাচ্ছে। ফলে পানি নিষ্কাশনসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থা চলে আসলেও নদী ও খালগুলো রক্ষায় নেওয়া হয়নি উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। এর ফলে এলাকায় জলাবদ্ধতা আশঙ্কায় রয়েছে কৃষকরা।
সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ‘উপজেলার বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে ৮২টির বেশি খাল ও জলাশয় রয়েছে। এর ভেতর ৫০টি খালের ইজারা দেওয়া হয়। বাকি ৩২টি রেকর্ডিয় খাল ও জলাশয়গুলো অবৈধ প্লট ব্যাবসার নামে ভরাট করা হয়েছে। খাল ভরাট করে তার ওপর দিয়ে প্লটের রাস্তা নির্মাণ করে দখল করে নিচ্ছে প্লট ব্যবসায়ীরা।
এছাড়া অধিকাংশ খাস খালে দীর্ঘদিন যাবৎ কচুরিপানা ভরাট হয়ে আছে। দেখে মনে হবে পুরো খাল জুড়ে সবুজে ঘেরা কোনো মাঠ অথবা চলছে কচুরিপানার প্রদর্শন। খালের কোথাও পানির দখল মুক্ত করা হবে।