নারী ও শিশু

বটিয়াঘাটায় বাল্যবিবাহ রোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১৫ অক্টোবর ২০২৫ , ৯:৫৩:১৮

“বাল্যবিবাহ রোধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় এস ও এস সোস্যাল সেন্টার খুলনার আয়োজনে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার। এস ও এস সোস্যাল সেন্টারের সহকারী পরিচালক মোঃ জুবায়ের রহমান সভাটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অবঃ অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার সঞ্চয় ব্যানার্জি, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জামায়াতে ইসলামীর থানা বায়তুলমাল সেক্রেটারি আঃ কাদের গাজীসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এ ধরনের অনাচার রোধে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও খবর