টপ টেন

বটিয়াঘাটায় বগার খাস খালের জলমহল বন্ধের দাবিতে মানববন্ধন

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৩:৫৩

২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার, সকালে গাওঘরা(গরিয়ারডাঙ্গা) এলাকায় ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে বগার খাস খাল কালেকশন বা জলমহল বন্ধের দাবিতে খালের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই সরকারি বগারখাল জনস্বার্থের জন্য উন্মুক্ত করতে হবে। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবো। সূত্রে জানা যায়, স্থানীয় ভূমিহীন ও এলাকাবাসি বগারখাল উন্মুক্ত করার জন্য বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদ খুলনা বরাবর লিখিত আবেদন করেন।
তারা অবিলম্বে বগারখালটি এজারা বন্ধের জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা গোলাম মোস্তফা, হামিদার রহমান, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গোলাম মাহমুদুল ফকির, রুহুল সরদার, নূর মোহাম্মদ,রফিকুল ইসলাম, আমানুল্লাহ, হামিদার মোল্লা, আজিজুর মোল্লা, মর্জিনা বেগম,শিউলি বেগম, আব্দুল হালিম, আমজাদ শেখ, নোয়াব আলী, ইউনুস আলী, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, কাদের হোসেন, আফজাল, আরজান, হাবিবুর, শাহারুল, মোস্তফা সহ ভুমিহীন সংগঠন এবং এলাকাবাসী।

আরও খবর