দেশজুড়ে

বটিয়াঘাটায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে এলএসডি প্রতিরোধে টিকা প্রদান

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৫৫:২০

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে ২২২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম’র সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র উপস্থিতিতে গুরুর এলএসডি রোগ প্রতিরোধ স্থানীয় হেতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে টিকা প্রদান করা হয় । এসময় খামারিদের সাথে কথা বলে জানা গেছে, এলএসডি রোগে আক্রান্ত হলে গরুর শরীরে বিভিন্ন জায়গায় গুটি হয়, জ্বর আসে, দুধের উৎপাদন কমে যায় এবং কখনও কখনও মৃত্যুও ঘটে। সময়মতো টিকা না দিলে ক্ষতির আশঙ্কা বাড়ে। তাই এ কর্মসূচি খামারিদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

প্রাণিসম্পদ অফিসার এলএসডি প্রতিরোধে টিকা প্রদান ছাড়াও খামারিদের নিয়মিত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, গবাদিপশুর এলএসডি রোগ প্রতিরোধে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে বটিয়াঘাটায় এলএসডি রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং গবাদিপশুর উৎপাদনশীলতা বজায় থাকবে।

আরও খবর