মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫ , ৯:৫৭:৩৮
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁরা দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ বুকে নিয়ে অন্তবর্তী সরকার ঘোষিত আগামী বছর ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় দিন গণনা শুরু করছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই নির্বাচন বানচাল করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে।
শুক্রবার বিকেল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভরড়া নবীণ সংঘের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এসব কথা বলেন।
খেলার উদ্বোধন করেন সৌদি আরবের আবিদ কোম্পানির প্রজেক্ট ম্যানেজার জাহিদ হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি ডি এম শওকত আকবর, সহ-সভাপতি জুলহাস মিয়া, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, শফিকুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক খেলা দেখার জন্য মাঠে আসেন। পরে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ অন্য অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।