দেশজুড়ে

পিয়ার পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ৯:৪৯:৩৪

আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, এফডিইবির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব ইঞ্জি: মোঃ আব্দুল বাতেন সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গরা

গোলটেবিলে বক্তারা বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। এ পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে।

আরও খবর