চট্টগ্রামের পটিয়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোবারক হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মোবারক হোসেন বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দানু সর্দার পাড়ার বাসিন্দা।বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে রাস্তার উপর থেকে মো. ইকবাল হোসেন নামে এক যুবকের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা দায়ের করেন।পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মামলার তদন্তে নেমে তথ্য-প্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। অবশেষে আজ বুধবার ভোররাতে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মোবারক দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির মূলহোতা হিসেবে সক্রিয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, উদ্ধার মোটরসাইকেল মালিকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।