মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ ২৮ আগস্ট ২০২৫ , ১২:২৫:৫১
লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শশুরবাড়িতে আগুন দিয়েছে এক মাদকাসক্ত জামাই। এ ঘটনায় পুড়ে গেছে বসতঘরের আসবাবপত্র, মারা গেছে ২টি গরু ও ৫টি ছাগল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম গুরুতর দগ্ধ হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম মো. কাবুল মিয়া (৩৫)। বৈরাতী গ্রামের আহের আলীর ছেলে কাবুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকে আসক্ত। প্রায়ই স্ত্রী ও শাশুড়ির কাছে নেশার টাকা চাইতেন। টাকা না পেলে গালাগালি, ভাঙচুর এমনকি মারধরও করতেন।
ঘটনার রাতে স্ত্রী ও শাশুড়ি ঘুমিয়ে পড়লে ঘরে আগুন ধরিয়ে দেন কাবুল মিয়া। এমনকি প্রতিবেশীরা আগুন নেভাতে না পারে সেজন্য বৈদ্যুতিক সংযোগও কেটে দেন তিনি।
এ বিষয় বুধবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী বলেন
“অভিযুক্তের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কাবুল মিয়া এখনও পলাতক রয়েছে।