জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৮:০৭
দেবহাটায় এগারোশত ৬১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য (মাদক) উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করে। নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি’ সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ( কোরেস্ক) এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ উনসত্তর হাজার নয়শত টাকা।গোপন সংবাদের ভিত্তিতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী এর দিক নির্দেশনায় কমান্ডার হাবিলদার মহসিন গাজী “বসন্তপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করে। এছাড়াও শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদ” এর নেতৃত্বে একটি আভিযানিক দল ভাতশালা সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স( কোরেস্ক নামে পরিচিত মাদক) সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। এদিকে মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িতদের ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি ।


















