দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা'- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় চলছে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
সোমবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার চতুর্থ দিনের তৃতীয় চক্রের বিতর্ক, যেখানে অংশ নেয় সদরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য আব্দুল ওহাব আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহা. আজমল কবির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, বর্তমান সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, অ্যাড. মুহা. মনিরুদ্দীন, জি.এম নাজমুল আরিফ, এনামুল কবির খান রোমিওসহ স্থানীয় শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্টজনরা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্বে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। আর বিচারকের আসনে ছিলেন সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, বিএডিসির সহকারী প্রকৌশলী ইবনে সিনা, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।
শাঁখরা কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে।
ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় জয়ী হয়েছে তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে।
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় জয়ী হয়েছে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়ী হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বলেন, দুর্নীতি সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামীকাল (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে চতুর্থ চক্রের প্রতিযোগিতা, যেখানে আজকের বিজয়ী দলগুলো মুখোমুখি হবে।