টপ টেন

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটির কবলে ভোমরা বন্দর : আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০৯:৫৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার শুরু থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে এ সময় আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে পাঁচ দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ব্যাপারে ভোমরা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে একটি লিখিত চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির বরাত দিয়েই দুর্গোৎসবের ছুটি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, এ সময় বন্দর দিয়ে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে বাংলাদেশ-ভারত যাতায়াত করতে পারবেন।

আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে যথারীতি উভয় দেশের স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়টিতে কয়েকদিনের জন্য কার্যক্রম বন্ধ থাকলেও তা নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে বড় কোনো প্রভাব ফেলবে না। তবে সীমান্তবর্তী এলাকায় বন্দরনির্ভর হাজারো শ্রমিক সাময়িক সময়ের জন্য কর্মহীন হয়ে পড়বেন।

আরও খবর