কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৫ , ১০:৪১:৪৯
দাকোপের ভাঙ্গন কবলিত জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল। দূর্যোগ কবলিত পরিবারগুলোর মাঝে তিনি ত্রান সামগ্রী পাঠিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বটবুনিয়ায় এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।
ত্রান সামগ্রী বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির সদস্য মোঃ শাকিল আহমেদ দিলু, দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব মঞ্জিলা বেগম, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মানস গোলদার, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ অশিয়ুর রহমান কিশোর, বিএনপি নেতা মনসুর মীর, তিলডাঙ্গা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম মেম্বার, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ইকবাল সরদার, বিএনপি নেতা কবির শেখ, যুবনেতা খোকন শেখ, প্রকাশ বালা, এনামুল ফকির, রাজিব সানা, আসলাম মিস্ত্রি, শহীদ বিশ্বাস, বিল্লাল হোসেন, সুব্রত প্রমুখ।
দাকোপ উপজেলা বন্যা প্রবন এলাকা। এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের অভাবে অল্পতেই ভাঙ্গন কবলিত হয়ে জলাবদ্ধতা তৈরী হয়। কিন্তু একাধিকবার প্রকল্প পাশ হলেও সাবেক জনপ্রতিনিধিরা নিজেদের আখের গুছাতে ঠিকাদারদের সাথে যোগসাজশে দূর্বল বেড়িবাঁধ নির্মাণ করেছে। এই অঞ্চলের জনসাধারন সাহায্য চায় না, টেকসই বেড়িবাঁধ চায়।
জিয়াউর রহমান পাপুলের ব্যক্তিগত অর্থ থেকে ভাঙ্গন কবলিত মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়। ক্ষতিগ্রস্থ প্রায় দেড়শো পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভাঙ্গনকবলিত মানুষদের পুনর্বাসনে জিয়াউর রহমান পাপুল কাজ করে যাবেন বলেও আশ্বস্ত করা হয়।