ময়মনসিংহের ত্রিশাল উপজলোর রামপুর ইউনিয়নরে বীররামপুর ভাটপিাড়া এলাকায় বৃহস্পতবিার দুপুরে ত্রিশাল টু বালিপাড়া সড়ক স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ করে স্থানীয় গামেন্টেস শ্রমিকরা। নারী-পুরুষসহ হাজার খানেক শ্রমিক এ আন্দোলনে অংশ নেন। অবরোধের কারে এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটে। পরে প্রশাসনরে আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, প্রতিদিন ত্রিশাল টু বালিপাড়া সড়ক দিয়ে অসংখ্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এতে প্রায়ই র্দুঘটনা ঘটে। বহুবার দাবি জানানো হলওে এখনো স্পিড ব্রেকার না হওয়ায় তারা এ কর্মসূচী পালন করে।
শ্রমিক মোজাম্মেল বলনে, “আমাদরে জীবন নিয়ে কেউ ভাবছে না। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। র্দুঘটনায় বহবার সহর্কমীরা আহত হয়ছেনে। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে।”
জেওসি গার্মেন্টসের ম্যানেজিং ডরিক্টের সুসিং বলনে, “আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনরে কাছে বারবার বলেছি কিন্তু এর কোন প্রতিকার পাইনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, হাইওয়ে রোডে স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ন। এখানে গার্মেন্টসের শতশত শ্রমিকের আনাগোনা। তাই দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের পদক্ষেপ নেব।