এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৬:১৭
ময়মনসিংহের ত্রিশালে রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দুপুরে ত্রিশালে রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার গেইটের সামনে সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার শিকার হন।
ঐ ঘটনায় আজ (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে আগত বক্তারা বলেন, রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ তিব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে বক্তব্য দেন, খাতাটি জামতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খবির উদ্দিন, দুঃখ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র প্রমূখ।
এ সময় মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ওসমান গনি বলেন, যতদ্রুত সম্ভব দুঃস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে।
এ সময় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মোঃ ফজলুল হক বলেন, রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মজিবুর রহমানের উপর বর্বরোচিত হামলার কারণে আজ শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। আমরা শিক্ষক সমাজ আজ যেন হুমকি মুখে পড়ে আছি। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
উল্লেখ্য মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী কাছে স্মারকলিপি প্রদান করেন।