এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫ , ১০:০১:২৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে বড়মা কাকচর ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে (৩০ আগষ্ট) অত্র মাদ্রাসা আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা (ভূমি) কমিশনার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক (যুগ্ম সচিব) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পরিচালক( উপ সচিব) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ড. মোহাম্মদ মফিজুল ইসলাম (কনক), নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশন অধিদপ্তর, ময়মনসিংহের মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাদ্রাসা এডহক কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন,
বড়মা কাকচর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ তাফাজ্জুল হক।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি মাহাবুবুর রহমান বলেন, “
বড়মা কাকচর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ভবন নির্মাণ কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন নির্বাহী প্রকৌশলী।