এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৫ , ১০:৪৫:৫৪
ময়মনসিংহের ত্রিশালে আইন শৃংখলার মাসিক সভা রাশেদুল ইসলাম হল রুমে সোমবার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি মাহবুবুর রহমান,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, সরকারি নজরুল ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, ত্রিশাল উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল বাকী নোমান,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার এসএম জিয়াউল বারি, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,কাঠাল ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী,বীর মুক্তিযোদ্বা জাকারিয়া,প্রমুখ।সভার সভাপতি বলেন আইন শৃংখলা উন্নতি করতে হলে এলাকার সুধী সমাজ আইনশৃংখলা বাহিনীর সমন্বয় করে কাজ করতে হবে। তিনি আরও বলেন প্রত্যেক ইউনিয়নে স্কুল কলেজ গুলোতে মাদক,জুয়া,ইভটিজিং ধর্ষনের বিরুদ্ধে সচেতনতা মুলক সভা করার উদ্যোগ গ্রহনের নির্দেশ দেন।
সভার সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারি সকল মসজিদে জুম্মার দিন মসজিদে মাদক,জুয়া,ইভটিজিং এর কুফল তুলে ধরে ইমামদের সচেতনতা মূলক বয়ান করার আহবান জানান।