সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্ট বারেক টিলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি দোকান ও ৪ জন কে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা গোদারাঘাট এলাকার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা না থাকায় ২ টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়াও লাইসেন্সবিহীন ও হেলমেট বিহীনভাবে মোটরসাইকেল চালনোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৪ টি মামলায় ৪ জনকে ৩৫০০ টাকা জরিমানা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক জানান,আগত পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নিদেশনা প্রদান করা হয় মোটরসাইকেল চালকদের। এবং দোকানদারদেরকেও সর্তক করে। তিনি আরও জানান,উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে।