সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদখোর রেহেনা বেগমের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা বাসীর আয়োজনে উপজেলা আব্দুজ জহুর চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তাগন বলেন,শিক্ষিকা রেহেনা বেগম একজন শিক্ষক হয়ে কোন আইনে সুদের ব্যবসা করেন। এই সুদের ব্যবসার জন্য হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। শিক্ষিকা রেহেনা বেগম সুদের টাকার লাভ সময় মত না দিলে তার লোকজন কে দিয়ে মারধর করা সহ মামলা দিয়ে শত শত মানুষকে হয়রানী করছে। তার হাত থেকে বাঁচাতে চায়। তাই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য শিক্ষা বিভাগের উর্ধবতন কর্মকর্তাগনের কাছে দাবী জানান বক্তাগন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও মিজানুর রহমান সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সহ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ডাক্তার শাহীন আলম,৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হযরত আলী,মাহমুদ আলী,তারা মিয়া এনায়েত হুসেন,আকবর আলী,গিয়াস উদ্দিন,আব্দুস সালাম,মাসুম আহমদ,আব্দুল বাছির,বাবুল শাহ প্রমূখ।