টপ টেন

তাহিরপুরে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগে অভিভাবক মহলে স্বস্তি

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১৮:৪৬

সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের আবারও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

চতুর্থ ও সর্বশেষ পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে এই সংবাদ প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিড়েছে।

বুধবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।

জানাগেছে,আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়। চতুর্থ ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৬ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরপর নির্বাচিতদের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে।

শিক্ষার্থী অভিভাবক বুলবুল আমিন সহ অনেকেই জানিয়েছেন,মেয়েদের ভর্তি না হওয়ার ভবিষ্য নিয়ে খুবেই টেনশনে ছিলাম। আজ টেনশন থেকে মুক্তি পেলাম। নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়েকে ভর্তি করিয়ে নিবো।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন দ্রুতই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান,চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের
নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত ভর্তি করার জন্য কলেজ কতৃপক্ষে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও খবর