সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১:২১:৪৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন চার নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক সাইদূর রহমান এবং দৈনিক আমাদের সময়ের সাংবাদিক আরিফুজ্জামান মামুন।
মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট হচ্ছেন। আসনটিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এ কারণে মনোনয়ন পাওয়া প্রার্থীর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিলে তালা-কলারোয়া আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নির্ভর করবে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর।