খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
ভোটার সমাবেশ ও গণসংযোগে জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গণি খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্য তিনি বলেন, ইসলামী ও দেশপ্রেমিক সমমনা সকল দলের সমন্বয়ে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ আগস্ট পরিবর্তিত সময়ে জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশে পূর্বের মত আর সুদ, ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন-খারাবী থাকবেনা। দেশ হবে সাম্যের, ঐক্যের, ন্যায়ের ও ইনসাফের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে। বিগত সরকার এদেশের আলেম-উলামাদের উপর অকথ্য জুলুম নির্যাতন দমন পীড়ন করেছিল।বছরের পর বছর জেলে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে জুলুম নির্যাতনের অবসান ঘটাতে হবে। তাই আগামী নির্বাচনে আলেম-উলামা দেশপ্রেমিক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশ থেকে তাঁবেদারি ও আধিপত্যবাদী শক্তির চির অবসান ঘটাতে হবে।
এসময়ে, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির। ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির নেতা মো. বোরহান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মুফতি আব্দুস সালাম, হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।