টপ টেন

ডাকাত প্রধানকে গ্রেপ্তার করায় আইজিপির নগদ পুরস্কার পেলেন চকরিয়ার ওসি

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৯:২৫

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় পুলিশ বিশেষ সাফল্য অর্জন করেছে। এএসপি চকরিয়া সার্কেল জনাব অভিজিৎ দাস এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে বিশেষ অভিযানে ডাকাত দলের প্রধানকে আলামতসহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে আদালতে দেওয়া জবানবন্দীর সূত্র ধরে অপর দুই আসামিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও উদ্ধার অভিযানে সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম সংশ্লিষ্ট টিমকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ চকরিয়া থানার অফিসার ইনচার্জের হাতে তুলে দেন।এই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

আরও খবর