সারাদেশ

টেকনাফ থানার নতুন ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২১ আগস্ট ২০২৫ , ১১:২৪:১৬

কক্সবাজার টেকনাফ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরক, পদায়ন করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফ উদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চকরিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশপ্রাপ্ত অফিসার্স ইনচার্জদের (ওসি) অনতিবিলম্বে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন।

আরও খবর