নিজস্ব প্রতিনিধিঃ ২৭ আগস্ট ২০২৫ , ১:৪৭:৩০
বাংলাদেশের সীমান্তবর্তী জেলার কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) নাফ নদীর টেকনাফ হ্নীলা খরের দ্বীপ এলাকা থেকে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার তিনি নিজে বিজিবি সদস্যদের নিয়ে খরের দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন কিছু লোকের উপস্থিতি টের পান। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৫০৭ রাউন্ড গুলি, ২টি রাইফেল, ৪টি অস্ত্র (১টি এলএমজি-১৬ এবং ১টি এমআই), এবং ৮টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে জি-৩ রাইফেলের ১৯৯ রাউন্ড, এমআই-এর ১২০ রাউন্ড এবং এলএম১৬-এর ১৮৮ রাউন্ড গুলি ছিল।
লে. কর্নেল মো. জসীম উদ্দিন বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্ভবত চোরাকারবারি বা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান, অথবা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এসব অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।