টপ টেন

জাতীয় মৎস্য সপ্তাহে ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা

  এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২১ আগস্ট ২০২৫ , ১০:২৬:১৮

অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফিসারি রোড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়। বাসা ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ ক ম সিরাজুল ইসলাম।

প্রজেক্ট ম্যানেজার মাঠ প্রজেক্ট শাথীল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাসা সংস্থার উপ-নির্বাহী পরিচালক ডাক্তার সামিনা ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, স্মার্ট প্রকল্পের ফোকাল পারসন বিশ্বজিৎ সাহা, টেকনিকেল অফিসার কাজী তৌসিফ আহমেদ, ইনভারমেন্ট অফিসার শহিদুল ইসলাম ইনভারমেন্ট অফিসার শম্ভু সিংহ, অ্যাসিস্ট্যান্ড টেকনিক্যাল অফিসার ফখরুল আমিন গাজী, তম্ময় সাহা প্রমুখ।

আরও খবর