আইন-আদালত

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২:৩৪

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্প।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৭:৪৫ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার গতনশহর এলাকায় র‍্যাব-৫ অভিযান পরিচালনা করে ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে ।

অভিযান পরিচালনার সময় কতিপয় অজ্ঞাত মাদক ব্যবসায়ী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু একটা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভাঙ্গা বৈদ্যুতিক খুটির পাশে টিনের বক্সের ভিতর রক্ষিত পিস্তলের ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গুলি জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর