জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৫ আগস্ট ২৫ইং
জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির ঘটনায় বন্ধু ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার কড়ই এলাকায় টিসিবির বন্ধ অফিস থেকে দুই ভ্যানভর্তি মালামাল চুরি হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর মোবাইল ক্যামেরায় মালামাল চুরি ও ভ্যানে তুলবার দৃশ্য ধারণ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ইউনিয়ন চেয়ারম্যানের ভাইসহ কয়েকজন ব্যক্তি টিসিবির কার্যক্রমের মালামাল বহন করছে।
চিহ্নিত মোঃ সজিব (পিতা- মোঃ ছুতু), সাং- কড়ই পশ্চিমপাড়া মোঃ মনির (পিতা- মৃত হোসেন মিয়া), সাং- কড়ই পশ্চিমপাড়া তাদের সাথে আরও অজ্ঞাত কয়েকজনকে দেখা যায়। এ ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে প্রশাসনের কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন। ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছেছে।
পরে ২৫ ফেব্রুয়ারি একটি ফেসবুক আইডি (Monowarhosan Rashed) থেকে চেয়ারম্যান মনোয়ার হোসেনের নিজ বাড়ির উঠানে টিসিবির মালামাল রাখার একটি ৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ আরও জোরালো হয়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।