টপ টেন

জয়পুরহাটে ছাত্রদল নেতাদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে প্রতীকি অনশণ

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধিঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭:১৯:২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রত্যাহারের দাবিতে প্রতীকি অনশন করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। রবিবার শহরের আবুল কাশেম ময়দানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করে।

এ সময় বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন,জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন প্রমূখ।

বক্তারা বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিস্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে বহিস্কৃতরায় নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তে সেই নেতৃত্বকেই দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। কর্মসুচী থেকে তারা এ বহিস্কারের প্রত্যাহার দাবি করেন। দাবি না মানা না আগামীতে বৃহত্তর কর্মসূচী পালনেরও ঘোষনা দেওয়া হয়।

অনশন চালাকালে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এসে তাদের বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি আশ্বস্ত করেন।

জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান বলেন, কেন্দ্র থেকে আমাদের আশ্বস্ত করেছেন। তারা সুশৃঙ্খল ভাবে থাকলে অচিরেই তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে।

প্রসঙ্গত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা,শহর ও একটি কলেজ শাখার ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ শাস্তি প্রদান করে।

আরও খবর