জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২৫ইং
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ হাসপাতাল চত্বরে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তব্যরা জানান, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ২শ জন সুফলভোগীদের হাতে ছাগল তুলে দেন অতিথিরা।