আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৫ , ৮:১১:১৫
জয়পুরহাটে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) জয়পুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তাজুর মোড় কেন্দ্রের ওএমএস ডিলার প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আসলাম হোসেন এ লিগ্যাল নোটিশ প্রদান করেন।
নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালে সরকার ঘোষিত ‘ওএমএস নীতিমালা’ অনুযায়ী কোনো কেন্দ্রে একজন প্রার্থী যোগ্য হলে তাকে লটারি ছাড়াই নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একমাত্র যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও হুমায়ুন কবিরকে লটারিতে অংশ নিতে বলা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী।
ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটি যদি সাত দিনের মধ্যে নিয়ম মেনে হুমায়ুন কবিরকে ডিলার হিসেবে নিয়োগ না দেন তবে তার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লিগ্যাল নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ জানান, ওএমএস ডিলার নিয়োগে ঘনবসতি এলাকাভিত্তিক কেন্দ্র নির্বাচন করা হয়েছে। কেন্দ্রের ৫০০ মিটারের মধ্যে আসা সব আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।