টপ টেন

জমিয়ত নেতার খুনিদের গ্রেফতারের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক ব্লকেড

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:১৫:৪৩

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের বিচারের দাবিতে সিলেট- সুনামগঞ্জ সড়ক ব্লকেড করেছে বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও গ্রামবাসী।
রবিবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি একাত্ম পোষন করে সদর ও শান্তিগঞ্জ উপজেলার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নেন।
দুই ঘন্টা ব্যাপী ব্লকেডের কারনে সিলেট-সুনামগঞ্জ সড়কে শত শত যান আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

গাজীনগরী সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি,জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনের আগামী সংসদ নির্বাচন দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ব্লকেড কর্মসূচি চলা অবস্থায় মোস্তাক গাজিনগরী কবরে,খুনি কেন বাহিরে ? এক দফা এক দফা,খুনিদের ফাঁসি দাবি এমন শ্লোগানে সিলেট-সুনামগঞ্জ সড়ক উত্তপ্ত হয়ে উঠে।

সুনামগঞ্জ ৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন,মোস্তাক গাজিনগরীর মত সুপরিচিত আলেমকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে না পারায় স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছে। পুলিশের আশ্বাসে এখন আর বিশ্বাস রাখতে পারছি না, কারন খুনিদের গ্রেফতার করা হয়নি। তিনি ক্ষোভের সাথে জানান, আগামীকাল সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন,মোস্তাক গাজিনগরীর হত্যা কারীদের প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। এমন টালবাহানা বরদাশত করা হবেনা। পুলিশ নিরব দর্শকের ভুমিকায়। আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন,গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম আমরা। কিন্তু পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। তা মানা যায় না।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন,খুনিদের সনাক্ত করে বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটবেই। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি।

উল্লেখ্য,গত মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর থেকে সুনামগঞ্জ শহরে যান। শহর থেকে রাত ১১টার দিকে দিরাই রাস্তার পয়েন্টে আসার পর থেকে তাকে খোঁজে পাওয়া যায়নি। বারবার মোবাইল ফোনে কল করার পার মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের ৫৭ ঘন্টা পর গত শুক্রবার ভোর ৭টায় তার লাশ দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটবাট্রার পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা ব্যপী খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও খবর