টপ টেন

জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়- সাতক্ষীরা পুলিশ সুপার

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ২১ অক্টোবর ২০২৫ , ৫:৪২:৩১

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন- জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। সোমবার (২০ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানার উদ্যোগে খলিষখালী বাজার সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমানের সভাপতিত্বে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে এবং সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, মাদক, চোরাচালান ও ভূমি দস্যুতাসহ সকল ধরনের অপরাধ দমনে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশ একা কোনো সমাজ পরিবর্তন করতে পারে না। জনগণই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং অপরাধ রোধে পুলিশের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে হলে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, ডিআইও-১ (ডিএসবি) জনাব মোঃ মনিরুল ইসলাম, এবং খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাবির হোসেন।

বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগের সেতুবন্ধন তৈরি করাই এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য। সমাজের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখেন, তবে কোনো অপরাধই দীর্ঘস্থায়ী হতে পারে না।

তারা আরও বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এটি বন্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে পুলিশের প্রতি জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন বক্তারা।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সুধীজন, সাধারণ জনগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাস্থলে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহের বহিঃপ্রকাশ ঘটায়।

সভা শেষে সভাপতি ওসি শেখ শাহীনুর রহমান বলেন, “আমরা চাই জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। এজন্য প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, পাটকেলঘাটা থানা নিয়মিতভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর