মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৮ আগস্ট ২০২৫ , ১২:৩৩:১৬
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার দায়ে ২ ইভটিজারকে স্থানীয়রা আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করেছেন। ২৭ আগস্ট সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।ইভটিজাররা ছাত্রীদেরকে সুখছড়ি কামার দীঘির পাড়স্থ সাইনবোর্ড এলাকায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করতো।
পরে প্রধান শিক্ষক উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ইভটিজারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ইভটিজারকে বিনাশ্রমে ১ মাস কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদেরকে অতিরিক্ত ৭ দিন অর্থাৎ ১ মাস ৭ দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়েছে। দণ্ডিতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান (১৮)।এ প্রসঙ্গে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ জানান, তাঁর বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় উল্লেখিত স্থানে ওই দুই যুবক ইভটিজিং করছিল। ছাত্রীরা বিষয়টি তাঁকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনকে অবগত করেন। পরে স্থানীয়রা ২ যুবককে আটক করে স্কুলে নিয়ে আসলে তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দণ্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। টাকা অনাদায়ে অতিরিক্ত ৭ দিনসহ মোট ১ মাস ৭ দিন বিনাশ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে।