মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৯:৪৯
চট্টগ্রাম জেলা: পুলিশ সুপার, মো.সাইফুল ইসলাম সানতু নির্দেশে হাটহাজারী মডেল থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের বিন্দু পরিমান ছাড় নাই, অভিযোগ আসলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি.) মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন এলাকায় ইভটিজিং, চাঁদবাজ মাদক, সন্ত্রাস বিরোধী কেউ অপরাধ করলে পরিবার এমনকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ বিগত সরকারের আমলের সেই পুলিশ এখন আর নেই। ওই সময়ের অপরাধীরা এখন গর্তে ঢুকে পড়েছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না সেইসাথে কেউ যেন বিনা কারণে কোনো হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ আপরাধ করলে আপনারা তাকে ধরে পুলিশকে খবর দিবেন। এ সময় বলেন, মাদক ও দুর্নীতি সমাজের নীরব ঘাতক। মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ জয়ী হবে। জঙ্গি-সন্ত্রাস যেভাবে নিয়ন্ত্রণে এনেছে, সেভাবে মাদক নিয়ন্ত্রণেও সফল হতে হবে। সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জঙ্গি-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা নীতি রয়েছে। যে কোনো ঘটনা ঘটলে দ্রুততম সময়ে আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছি। তিনি বলেন, পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত কাজ করছি। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যাতে সবাই নির্ভয়ে থানায় আসতে পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।পুলিশের প্রত্যেকটি সদস্য সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিয়ে পুলিশ সদস্যরা সেটি প্রমাণ করেছে।