মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ১০:৩৮:৫৪
চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ মাহবুব আলম নামে একাধিক মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ । তার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী ও চন্দনাইশ থানায় পৃথক পৃথক মামলা রয়েছে।বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খাঁনহাট রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহবুব আলম উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ১ নং ওয়ার্ডের মৃত আবদুল মোনাফের পুত্র ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাইন্ড কার্তুজসহ একটি পরিত্যক্ত দোকান থেকে তাকে আটক করে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম সরোয়ার সংবাদ মাধ্যমকে জানান , আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হবে।