মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৩১ আগস্ট ২০২৫ , ১:১৫:৪০
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) স্ত্রীকে নিয়ে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে শ্বশুরের বাসায় থাকতেন। মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি পেশায় কাঠমিস্ত্রি। বায়েজিদ বোস্তামী থানার এসআই জমির উদ্দিন জানান, রাতে চার-পাঁচজন মিলে আবদুল্লাহ আল মনিরকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের তিন থেকে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।