Uncategorized

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ছুরিকাঘাতে যুবক খুন

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৩১ আগস্ট ২০২৫ , ১:১৫:৪০

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) স্ত্রীকে নিয়ে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে শ্বশুরের বাসায় থাকতেন। মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি পেশায় কাঠমিস্ত্রি। বায়েজিদ বোস্তামী থানার এসআই জমির উদ্দিন জানান, রাতে চার-পাঁচজন মিলে আবদুল্লাহ আল মনিরকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের তিন থেকে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর

সাতক্ষীরা-৩ আসন একত্রিভূত করায় কালিগঞ্জে বিএনপির মিছিল

খুমেক হাসপাতালে অক্সিজেন খুলে রোগীর মৃত্যু, ছাত্র জনতার বিক্ষোভ

সাতক্ষীরায় ৪৯ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যেগে গাছের চারা বিতরণ ও রোপন