দেশজুড়ে

চট্টগ্রামে শেষ হলো ১৯ দিনব্যাপী সীরতুন্নবী, (স.)

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৪:৩৭

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৯তম ও সমাপনী দিবসের অনুষ্ঠান
চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে সোমবার(২২ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুল হক, লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওহিদ আহমদ, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা মকসুদ আহমদ। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, চট্টগ্রাম বায়তুশশরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, রাহবারে বায়তুশ শরফ আলহাজ্ব শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর আলহাজ্ব ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার,মাওলানা মোসতাক ফয়জী সাহেব (কুমিল্লা) , নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিলের আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, ঢাকার নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর সাহেব আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী। উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাহেব সাবেক, সংসদ
সদস্য, চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া, লোহাগাড়া)। দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৯দিন ব্যাপী ৫৫ তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (স.)। দেশের ৬৪টি জেলা থেকে আসা লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেয়। মোনাজাত শুরু হলে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি হয় সীরত ময়দান ও আশপাশের এলাকায়। গভীর আবেগপূর্ণ পরিবেশে মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনা করে, বিভেদ ভুলে ঐক্যের আহ্বানে মহান রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন জানানো হয়। মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে মহান সৃষ্টিকর্তার উদ্দেশে বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন। সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন। আমাদের দেশসহ বিশ্বের সকল মুসলমানদের ওপর সুখ ও শান্তি বর্ষণ করুন। ঈমান-আমল ও রুজি বৃদ্ধি করে দিন। জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। মহান আআল্লার পেরা হাবিব হযরত প্রিয় নবীর সীরত এর দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন।’ এ সময় সমবেত লক্ষ লক্ষ মুসল্লির কণ্ঠে ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয় চট্টগ্রাম লোহাগড়া চুনতীর সীরত ময়দান। দারসুল হাদীস বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন আবু ওবাইদা মুহাম্মদ সাদ, সাজ্জাদ হোছাইন মিযান, হাফেজ তারেকুল্লাহ, আলহাজ্ব ক্বারী মাওলানা রবিউল্লাহ, তালিমুল ইসলাম, আল আকিব মুহাম্মদ নাজমুস সাকিব, ক্বারী মাওলানা জালাল উদ্দীন মুনিরী, আবদুল্লাহ আল আকরাম হাদী, ক্বারী মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী, শাহেদুল আনোয়ার সাদ, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, হাফেজ মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবু দাউদ শাহ শরীফ ইকবাল। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল বেদার হক , আলহাজ্ব আবু তাহের, ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক, কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান প্রমুখ।

আরও খবর

খুলনায় ফের যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

জীবনের বাকী সময়টুকু জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই: হাবিব