টপ টেন

চট্টগ্রামের বাঁশখালীতে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৩১ আগস্ট ২০২৫ , ১:২৮:৪২

চট্টগ্রামের বাঁশখালীতে দুইটি দেশীয় তৈরি অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পুঁইছড়ি সীমান্তে টানা ব্রিজ এলাকায় প্রধান সড়কের উপর পুলিশ চেকপোস্টে তল্লাশি করার সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয়দের ধারণা, কক্সবাজার থেকে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রগুলো সংগ্রহ করে চট্টগ্রামের পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হন। টানাবৃত্ত এলাকায় পুলিশের তল্লাশি চৌকি দেখে গ্রেপ্তার হওয়ার ভয়ে গাড়ি থেকে অস্ত্রগুলো ছুড়ে ফেলে দেয়। স্থানীয়রা রাস্তার পাশে প্যাকেট ভর্তি বস্তা ফেলে রাখা থলে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি বলেন, তল্লাশি চৌকিতে আটক হওয়ার আশঙ্কায় অস্ত্র ব্যবসায়ীরা সিএনজি অটোরিকশা থেকে ফেলে দেওয়া পরিত্যক্ত অবস্থায় থলের ভিতর থেকে একটি লম্বা বন্দুক, একটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর