আইন-আদালত

চকরিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত আটক

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৯:৫১

চকরিয়া পৌরসভার সবুজ বাগ আবাসিক এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত আরিফ উল্লাহ পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফজুমিয়াজিরচর এলাকার বাসিন্দা মৌলভী আমির উদ্দিনের ছেলে এবং চকরিয়া পৌরসভার সোসাইটি মসজিদ মার্কেটের ব্যবসায়ী।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ উল্লাহকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল আরিফ উল্লাহ। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেন।

আরও খবর