দেশজুড়ে

চকরিয়ায় বন্দুক ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ১৯ অক্টোবর ২০২৫ , ৪:৩৩:১৭

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ওমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের নাম মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫)। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, “শুক্রবার রাতে তৌহিদ উল্লাহ অস্ত্র হাতে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।” ওসি আরও জানান, “গ্রেপ্তারকৃত তৌহিদ উল্লাহর স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।” তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় নতুন একটি মামলা রুজু করা হচ্ছে।

আরও খবর