দেশজুড়ে

ঘুষ-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিতে হবে: সাবেক সচিব আঃ বারী

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ অক্টোবর ২০২৫ , ৬:০৭:০৭

ঘুষ, দুর্নীতি ও মাদক বন্ধ করতে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান নতুন বাংলাদেশ উপহার দিবেন বলে মন্তব্য করেছে জয়পুরহাট ‐২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও ডিসি আঃ বারী।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের কালাইয়ের সরকারি মহিলা কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

এসময় কালাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, আক্কেলপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আঃ আলীমসহ অন্যরা। পরে কলেজ মাঠ থেকে প্রধান সড়কে মিছিল বের পাঁচশিরা বাজারে শেষ হয়।

আরও খবর