কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৫:০৪
খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার দাবির বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) খুলনা আসছে। কমিটির সদস্যরা ঐদিন মৎস্য বীজ উৎপাদন খামার ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন এবং বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবেন। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অফিসিয়াল পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে আরও জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যবৃন্দ আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনের জন্য সকাল সাড়ে ১০ টায় খুলনা পৌঁছাবেন এবং বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত কাজ সম্পন্ন করবেন।
গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২০ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও ফিল্ড ল্যাব হিসেবে ব্যবহারের সুবিধার্থে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন।
তাঁরা আরও উল্লেখ করেন যে, খামারটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সভায় মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা খামারটি স্থাপনের প্রেক্ষাপট ও এর কার্যক্রম অবহিত করেন। এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিবের পরামর্শে বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
যার আহবায়ক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও সদস্য সচিব একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মৎস্য-১ শাখা)।
এছাড়া খুবি ছাত্র বিষয়ক পরিচালক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন ওই কমিটিতে। কমিটিকে ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর এই সফরের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়।