দেশজুড়ে

খুলনা-৪ আসনে বিএনপি’র নির্বাচনীয় জনসভা

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৭:০৭

খুলনার

রূপসা উপজেলায় বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর এই জনসভায় দলীয় নেতারা নির্বাচনকে স্বাগত জানান এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের লক্ষ্য শুধু জয় নয়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।” তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমাদের নেতা-কর্মীরা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। রূপসা থেকে শুরু করে খুলনা জেলা জুড়ে বিএনপির পুনর্জাগরণ আমরা নিশ্চিত করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “বিগত বছরগুলিতে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা বাঁধা ও হুমকি থাকলেও আমরা হাল ছাড়িনি। রূপসায় আজকের জনসভা আমাদের ঐক্য ও শক্তির প্রতীক। ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় খুলনা জেলা যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল ও তাঁতীদলের নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সভায় উপস্থিত জনতার মধ্যে ভোটারদের কাছে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ নেতাদের বক্তব্যে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আরও খবর