টপ টেন

খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২০:৫৬

খুলনা ক্লাব লিমিটেড এ খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের প্রেসিডেন্ট জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় শ্যূটিং ক্লাবের সভাপতি পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় ক্লাবের আর্থিক তহবিল বৃদ্ধি এবং ক্লাবের অফিস ও নতুন শ্যূটিং রেঞ্জ উদ্বোধন, আইডি কার্ড প্রদান করাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাবের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আলী বাবু এবং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি-সহ নবনির্বাচিত বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল,সম্পাদক এনাম

জয়পুরহাটে নিজের দুই ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দোহাজারীতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান, দুই দিনে আটক ৬০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মাদকসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ

শামীম হোসেন: সাহস, নেতৃত্ব ও পরিবর্তনের প্রতীক