কাজী আতিক, খুলনা প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২০:৫৬
খুলনা ক্লাব লিমিটেড এ খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের প্রেসিডেন্ট জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় শ্যূটিং ক্লাবের সভাপতি পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় ক্লাবের আর্থিক তহবিল বৃদ্ধি এবং ক্লাবের অফিস ও নতুন শ্যূটিং রেঞ্জ উদ্বোধন, আইডি কার্ড প্রদান করাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাবের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আলী বাবু এবং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি-সহ নবনির্বাচিত বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।