পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, ২ জন আসামীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন শের এ বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেশের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে হাসানুর রহমান রাহুল (২২), পিতা-মোঃ বাবুল, সাং-নিরালা দিঘিরপাড়, থানা-খুলনা সদর এবং শাহরিয়ার রহমান সম্রাট (২৫), পিতা-মিজানুর রহমান, সাং-বিরাট বাজার, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-বাগমারা স্কুল গলি রোড, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়কে আটক করা হয়। তাদের হেফাজত হতে ৭.৬২ চায়নিজ রাইফেেলের ৪১ রাউন্ড গুলি এবং চায়নিজ রাইফেেলের গুলি ভরার ৪ টি চার্জার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় গতবছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এই গুলি তারা লুণ্ঠন করে। উক্ত গুলি বিক্রির জন্য অবৈধভাবে তারা নিজেদের হেফাজতে রেখেছিল। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের হেফাজতে আরো গোলাবারুদ আছে কিনা এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনে যোগ দেওয়া অন্যান্য আসামীদের সনাক্ত করে গ্রেফতার ও আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে ।