কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৮:৫৫
খুলনায় ২৬ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “ইমপেক্ট ইনিশিয়েটিভ” সাহায্য সংস্থা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) খুলনার আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) খুলনা জেলা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব শেখ দিদারুল আলম। মুসলিম এইড অস্ট্রেলিয়ার খুলনা মহানগর ও জেলা প্রতিনিধি এবং কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে প্রধান অতিথি এতিম শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, সংস্থাটি শুধু খাদ্য সামগ্রী নয়, বরং এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে।