খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আরিফুল ইসলাম খুলনার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফারহান-উল-ইমাম ও মো. শফিকুল ইসলামের শিক্ষানবিশকাল সফলতার সাথে সম্পন্ন করায় শুভেচ্ছা জানান পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ) এসএম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আরিফুল ইসলাম, জেলা পুলিশের সব থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জসহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।