খুলনায় হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত ৯ জন জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার( ১৮ সেপ্টেম্বর) হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত খাদিজা পারভীন(৩৬), পিতা-মৃত: আঃ আজিজ, সাং-জাব্দিপুর, থানা-খানজাহান আলী, সুলতানা আক্তার (১৯), পিতা-আবুল কালাম, সাং-রামনগর, থানা-রুপসা, জেলা-খুলনা,মাহি আক্তার (১৯), পিতা-মোঃ নয়ন সরদার, সাং-বড়দিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-শেখ পাড়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, সুমাইয়া খানম (২২), পিতা-মৃত: সেলিম মোল্লা, সাং-ফুকরা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, রাবেয়া খাতুন (২১), পিতা-রাজু সর্দার, সাং-কেয়ারগাতি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, রানী (৩০), পিতা-সোনা মিয়া, সাং-ঢোলপাড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা, মোসাঃ হোসনে আরা (২২), পিতা-শেখ আঃ মাজিদ, সাং-ভেটখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, মোঃ মামুন বিশ্বাস (৩০), পিতা-রনি বিশ্বাস, সাং-চাদপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল এবং আমিনুর রহমান (২৭), পিতা-নওশের আলী গাজী, সাং-তারানিপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণ করা হয়েছে।