দেশজুড়ে

খুলনায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ২১ অক্টোবর ২০২৫ , ৫:৪৫:১০

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন এর বিরুদ্ধে বাতিলকৃত ওএমএস ডিলার কর্তৃক মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও খাদ্য উপদেষ্টা বরাবর প্রেরণের লক্ষে জেলা প্রশাসক মোঃ তৌহিদুর রহমানের নিটক স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বর্তমান ওএমএস ডিলারদের আয়োজনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় তারা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন এর বিরুদ্ধে বাতিল ডিলার কর্তৃক হুমিক, পেপারিং, মানববন্ধনসহ বিভিন্ন হয়রাণীমুলক কার্যক্রম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরও বলেন, খাদ্য নিয়ন্ত্রক বর্তমানে তার মণিটরিং ও নজরদারির মাধ্যমে দুর্ণীতিগ্রস্থ ডিলারদের আর্থিক জারিমানা সহ বিভিন্ন সাজা প্রদান করে আসছেন। যার ফলে দুর্ণীতি কমেছে। নগরীর ৩১টি ওয়ার্ডের ভোক্তারা ফিরে পেয়েছেন স্বস্তি।

তবে এই কাজে দুর্ণীতি পরায়ন বাতিল ডিলারগণ ঈর্ষান্বিত হয়ে এবং তাদের ডিলারশীপ পুনরায় ফেরত পেতে গত ১৯ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন করেন এবং খাদ্য উপদেষ্টা বরাবর প্রেরণের লক্ষে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে তারা আরও বলেন, যারা তাদের ডিলারশীপ ফেরত পেতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

মানববন্ধন শেষে বর্তমান ডিলারগণ জেলা প্রশাসকের নিকট বাতিলকৃত ডিলারদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

আরও খবর