টপ টেন

খুলনায় স্বামীর বিরুদ্ধে হাজেরা বেগমের প্রতারণা ও সম্পত্তি আত্মসাতের মামলা

  কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৫:৪২

খুলনার খালিশপুরে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন হাজেরা বেগম । বুধবার (১৬ জুলাই) বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযুক্ত করা হয়েছে হাজেরা বেগমের স্বামী শেখ আহম্মাদ আলী, তার প্রথম স্ত্রী শিরিন জাহান ও ছেলে আবু সাঈদ শেখকে । মামলার অভিযোগে বলা হয়েছে, স্বামী আহম্মাদ আলী দীর্ঘ সংসার জীবনে বাদীনির অর্থ, স্বর্ণালঙ্কার ও ক্রয়কৃত জমি বিক্রির টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে জমি হস্তান্তর না করে উল্টো বাদীনিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালান।

এ ঘটনায় হাজেরা বেগম আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

হেবা দলিলের বিষয়ে খালিশপুর থানা পুলিশের সামনে শেখ আহমাদ আলী বলেন,

অন্যদিকে অভিযুক্ত আবু সাঈদ শেখ অভিযোগ অস্বীকার করে মামলাটি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

আরও খবর